
কমলনগরে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববার সকালে হাজিরহাট বাজারে উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে।
কমলনগর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু ও সাধারণ সম্পাদক জাফর আহমেদ ভুঁইয়া নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। বিক্ষোভে হাজিরহাট উপকূল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাছান দাউদসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ক্যাম্পাস অভিমুখী মিছিলে ছাত্রলীগের হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ডেকেছে ছাত্রদল।ঘোষিত কর্মসূচি অনুযায়ী কমলনগর উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে।