
হাজিরহাটে টলঘর নেই ব্যবসায়ীদের দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারে কোনো টলঘর নেই। ঐতিহ্যবাহী এ বাজারে টলঘর না থাকায় মাছ, মাংস, সবজি ও পান ব্যবসায়ীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বাজারে গিয়ে ক্রেতারাও বিপাকে পড়েন। এমন পরিস্থিতিতে টলঘর স্থাপনের দাবি জানিয়ে বাজার কমিটি, ব্যবসায়ী, ইজারাদার, জনপ্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় হাজিরহাট পশ্চিম বাজারে ইজারাদার ও স্থানীয় ব্যবসায়ীরা সভার আয়োজন করে।
সভায় ব্যবসায়ীরা বলেন, বছরের পর বছর হাজিরহাট পশ্চিম বাজারে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ব্যবসা করে আসছেন, কিন্তু এমন দুর্ভোগে থাকলেও তাদের জন্য কোনো টলঘর নির্মাণ করা হয়নি। নিয়মিত নির্ধারিত খাজনা দিয়ে আসলেও তাদের কল্যাণে কোনো কাজ করা হচ্ছে না। দ্রুত বাজারে টলঘর স্থাপনের দাবি জানান তারা।
বাজার কমিটির নেতা সাহাব উদ্দিন রনি বলেন, হাজিরহাট পশ্চিম বাজারে প