
উপহারের চাল গোয়ালঘরে, কমলনগরে তিনদিনের তদন্ত দুই মাসেও শেষ হয়নি !
লক্ষ্মীপুরের কমলনগরে গোয়ালঘর থেকে ভিজিএফের চাল উদ্ধার হওয়ার ঘটনার তদন্ত আলোর মুখ দেখেনি। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হলেও দুই মাস পার হয়ে গেছে। এদিকে, স্থানীয় চর মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ও তার লোকজন ঘটনার সঙ্গে জড়িত বলে গুঞ্জন রয়েছে। চেয়ারম্যানের প্রভাবে অপরাধীদের রক্ষা করতে তদন্ত বিলম্ব হচ্ছে বলে ধারনা করছেন স্থানীয়রা। তবে সংশ্লিষ্টরা বলছেন নির্ভুল ও গ্রহনযোগ্য তদন্তের জন্য প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে।
মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি বলে জানা গেছে।
এরআগে গত ২৬ এপ্রিল রমজানের ঈদ সামনে রেখে দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ভিজিএফ'র চাল চরমার্টিন ইউনিয়ন পরিষদ থেকে গোপনে গোয়ালঘরে এনে রাখা হয়। পরিষদ সংলগ্ন ওই গোয়ালঘরে ৭ বস্তা সরকারি চাল পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও চরমার্টিন ইউনিয়নের তদারকি কর্মকর্ত