
লক্ষ্মীপুরে শিশুসহ আরও ৩ জনের করোনা শনাক্ত, রোগী বেড়ে ৩৭
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরের দশ মাসের এক শিশুসহ আরও ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা রোগী বেড়ে ৩৭ জন দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মঙ্গলবার চট্টগ্রামের বিআইটিআইডি ও ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটিতে লক্ষ্মীপুরের ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে তিনজনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে সদরে ২ জন ও কমলনগরে ১জন রোগী শনাক্ত হয়েছে। এখনো পর্যন্ত এ জেলা থেকে ৯৯০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে ৭৫৮ জনের পরীক্ষার ফলাফলে চিকিৎসকসহ ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রামগঞ্জে ১৬ জন, সদরে ১২ জন, কমলনগরে ৫ জন ও রামগতিতে ৪ জন। লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, রামগঞ্জে প্রথম ও রামগতিতে দ্বিতীয় আক্রান্ত রোগীকে ঢাকার কুয়