
প্রতিবন্ধী কোরআন হাফেজ মাহবুবের এক পায়ে এগিয়ে চলা
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগরে কোরআনে হাফেজ মো. মাহবুবুর রহমান (২৪) লক্ষ্য অর্জনে এক পায়ে ছুঁটছেন। সে পরিবার কিংবা সমাজের বোঝা নয়; হতে চান সম্পদ। অবিরাম চেষ্টায় প্রতিবন্ধী হয়েও সফল। তিনি পড়েন কলেজে, পড়ান মাদ্রাসায়। খতিব মসজিদের। পাশে দাঁড়ান প্রতিবন্ধীদের।
প্রতিবন্ধী মাহবুব উপজেলার ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক। ইসলামি ফাউন্ডেশনের সহজ কোরআন শিক্ষার শিক্ষকও। লক্ষ্মীপুর সরকারি কলেজে ইসলামের ইতিহাসের তৃতীয় বর্ষের ছাত্র। একই সঙ্গে পড়ছেন হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষে। এরআগে তিনি সাহেবেরহাট মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হন। হাজিরহাট মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। বর্তমানে ইমামতি করছেন শহিদনগর জামে মসজিদে। গত এগারো বছর ধরে রমজান মাসে তারাবির নামাজ পড়ান। লাঠি ভর করে এক পায়ে চলা মাহবুব স্বপ্ন দেখছেন কলেজ শিক্ষক হওয়ার।
মাহবুব উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন