
সুস্থ থাকতে ডা. আকিলের পরামর্শ
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকিল আল ইসলাম সুস্থ থাকতে কয়েকটি পরামর্শ দিয়েছেন। আসুন জেনে নিই সুস্থ থাকার পরামর্শ ডা. আকিল বলেন, গত সপ্তাহে হাজিরহাট বাজারের একজন ব্যবসায়ী আমার সামনেই মারা যান। তার ই প্রেক্ষিতে কিছু কথা- ‘ওই রোগী আমার কাছে আসেন তার ডায়বেটিসের চিকিৎসার জন্য। আর কোন সমস্যা আছে কি না জানতে চাইলে তিনি (রোগী) জানায় তার দুই দিন যাবত গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। সাথে সাথে আমি তার হাতের নাড়িতে হাত দেই এবং বুঝতে পারি যে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। দ্রুত ইসিজি করানোর সিদ্ধান্ত নিয়েছি। ইসিজি করানোর পর ইসিজি পেপার দেখে জানা যায় বড় ধরনের হার্ট অ্যাটাক ( Inf MI with RV infarction) হয়েছে। ইমার্জেন্সি ঢাকা নিয়ে এনজিওগ্রাম ও রিং পরাতে না পারলে রোগীকে বাঁচানো কষ্ট হয়ে যাবে। তাকে বাঁচানোর জন্য যত রকম ওষুধ আছে সবই প্রয়োগ করি এবং জানিয়ে দেই