নিজস্ব প্রতিবেদক : সরকারের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইফ) বিশেষজ্ঞ ও অর্থ মন্ত্রাণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব সত্যজিত কর্মকার বলেছেন, ‘২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া প্রকল্পে প্রশিক্ষণের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশে ৫ লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। যা পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে ৫০ লাখ দক্ষ জন শক্তি গড়ে তোলা হবে। এসব প্রশিক্ষণ প্রাপ্তদের ৩০ ভাগ থাকবে নারী। এরমধ্যে ৭০ ভাগ মানুষ প্রশিক্ষণ শেষে নিশ্চিত কর্ম সংস্থানের সুযোগ পাবে। দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে’। সেইফ প্রকল্পের সামাজিক প্রচারভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরন কর্মশালায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে ও পায়াক্ট বাংলাদেশ’র সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম, সেইফ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিয়া উদ্দিন, সহকারি কমিশনার খবিরুল হাসান, ফাতেমাতুজ জোহরা উপমা, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
‘২০৩০ সালের মধ্যে ৫০ লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’
