নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) যুবদল নেতা মো. বেলাল হোসেন (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) দুপুর মান্দারী নতুন বাজার এলাকা এ দুর্ঘটনা ঘটে। বেলাল হোসেন চর কাদিরা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ছিলেন। স্বজনরা জানায়, মান্দারি এলাকা থেকে মোটরসাইকেল যোগে ফজুমিয়ারহাট আসছিলেন। পথে নতুন বাজার এলাকায় পৌঁছলে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চর কাদিরা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা বেলাল নিহত
