আমি কাউকে তুমি করে বলতে চাই
কিন্তু পারি না !
কারণ, যদি তাকে ভালোবেসে ফেলিআমি কাউকে তুমি করে বলতে চাই
কিন্তু পারি না!
কারণ, সে যদি আমার প্রেমে পড়ে যায়আমি কাউকে তুমি করে ডাকতে চাই
কিন্তু পারি না!
কারণ, দুজনের ভয় হয় পরে যদি কষ্ট পাইআমি তাকে তুমি করে বলতে চাই
কারণ, আমি তাকে ভালোবাসি।
লেখক : সৌরভ দেবনাথ