আবদুল্লাহ আল মামুন :
ছোট্ট শিশু। ধীরে ধীরে বড় হয়। ভবিষ্যতের জন্য তার মনে দানা বাঁধে অনেক পরিকল্পনা। আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে যেকোন একটি লক্ষ্য বা উদ্দেশ্যকে বেছে নিতে হয়। সেই উদ্দেশ্য নিয়েই তাকে কাজ করতে হয়। যদি ওই একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে সামনে চলতে থাকে তার সফলতা আসবেই।
জীবনে বড় কিছু হতে হলে দরকার শিক্ষা। আর সেজন্য সঠিকভাবে পড়ালেখা করতে হবে। দৃঢ় মনোবল ও সততার সাথে জীবনের লক্ষ্য বা উদ্দেশ্যকে সফল করতে কাজ করে যেতে হবে। তাই নিজেকে ঠিক করে নিতে হবে ভবিষ্যতের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। কারণ এই উদ্দেশ্যই জীবনের সফলতা বয়ে আনবে। সুনির্দিষ্ট লক্ষ্য সফলতার চাবিকাঠি।
জীবনের শুরু থেকেই যেকোন একটি উদ্দেশ্য বা লক্ষ্যকে আকড়ে ধরতে হবে। আর সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে। তাই চিকিৎসক, প্রকৌশলী, চাকুরীজীবী ও ব্যবসায়ী যাই হতে চান জীবনের শুরুতেই সেই সিদ্ধান্ত নিতে হবে। নিজের মধ্যে নিজেকে আবিস্কার করতে হবে। কেননা নিজেকে আবিস্কার করতে পারলেই সফল হওয়া সম্ভব।
আর যারা জীবনের লক্ষ্য ঠিক করতে পারে না তারা কখনোই সফল হতে পারে না। যদিও তারা পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু সফলতা অর্জন করতে পারে না। তারা কখনোই জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে না। জীবনের পরতে পরতে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। তাই জীবনে বড় হতে হলে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে স্থির হতে হবে।
এছাড়া ওই লক্ষ্যকে সফল করতে, ভবিষ্যত পরিকল্পনাকে দৃঢ় করতে নিজেকে তীক্ষ্মভাবে তৈরি করতে হবে। তবে লক্ষ্য ছুটে গেলে জীবনের সফলতাও থেমে যাবে। সময় শেষ হয়ে যাবে কিন্তু আর লক্ষ্য বাস্তবায়ন করা যাবে না।
সুনির্দিষ্ট লক্ষ্য সফলতার চাবিকাঠি
