নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে সদর উপজেলা (পশ্চিম) যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ ওবায়েদুল হক মিলনকে আহবায়ক ও আবদুল মালেককে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসায় এক মতবিনিময়কালে জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন নতুন কমিটি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী কিরণ, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক কামরুজ্জামান সোহেল, যুগ্ম-আহবায়ক শাহ মনির চেয়ারম্যান ও জেলা যুবদলের প্রচার সম্পাদক সৌরভ হোসেন ভুলু প্রমুখ।
