মঙ্গলবার, ৬ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুর সরকারি কলেজে নতুন একাডেমীক ভবন উদ্বোধন

লক্ষ্মীপুর সরকারি কলেজে নতুন একাডেমীক ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সরকারি কলেজের নব নির্মিত দ্বিতল একাডেমীক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে এ ভবনের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি। ভবনটি ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ। এরআগে লক্ষ্মীপুর সরকারি কলেজ ও স্থানীয় কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত এ মন্ত্রীকে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে মানপত্র ও সম্মাননা স্বারক প্রদানসহ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশীত হয়। এদিকে সকাল ১০ টায় জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী। সরকারের বিভিন্ন প্রকল্পের চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের, কলেজ অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান ও সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক খদেজা খাতুন প্রমুখ।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap