নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে মিয়া রাস্তার বাজারে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে গেছে। এতে মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, রাতে বাজারের আবুল কাশেমের মুদি দোকান থেকে আগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তৎক্ষনে মাসুম ফার্মেসী, সামছু ওয়ার্কশপ ও তোফায়েলের ফলের দোকানসহ ৫ ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে যায়।
লক্ষ্মীপুর সদর ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আসাদুজ্জামান জানায়, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুনে নিয়ন্ত্রনে আনা হয়।
লক্ষ্মীপুরে ৫ দোকানে অগ্নিকান্ড
