মঙ্গলবার, ৬ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে ১০২ দেশের চলচ্চিত্র উৎসব শুরু

লক্ষ্মীপুরে ১০২ দেশের চলচ্চিত্র উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক : লেটস সিনেমা স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে তিনদিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ভিডিও সংযোগের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার। এতে বিশ্বের ১০২ দেশের মোট ২০৪৭ টি চলচ্চিত্র জমা পড়েছে। এরমধ্যে ৪৬ টি দেশের প্রায় অর্ধশতাধিক তরুণ নির্মাতার ৭১ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র সংসদ সিনেমা বাংলাদেশ ও সামাজিক সংগঠন শূন্য’র আয়োজনে উৎসবের লোগো উম্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, লক্ষ্মীপুর আদলতের আইনজীবি সেলিনা আক্তার, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ভৌমিক, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মতলব ও উৎসব পরিচালক জিসান মাহাদি প্রমুখ। অনুষ্ঠানের সমন্বয়ক ইয়াসিন চৌধুরী তুষার বলেন, আমরা সারা বিশ্ব থেকে ব্যাপক সাড়া পেয়েছি। বিশ্বের এতো বেশি চলচ্চিত্র জমা পড়বে, তা কল্পনা করিনি। এ উৎসবে ৭১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিশ্বের এসব নির্মাতাদের সঙ্গে বাংলাদেশী তরুণ নির্মাতারাও অংশ নেবেন। গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল লক্ষ্মীপুর-২০১৮ (জিওয়াইএফএফএল) উৎসবের জুরিবোর্ড সদস্যদের মাধ্যমে ছয়টি বিভাগের নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলো পুরস্কার পাবে। আগামী শুক্রবার (১২ জানুয়ারি) পর্যন্ত এ উৎসব চলবে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap