মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক :  লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়। সোমবার (৮ মে) সন্ধ্যায় ইউনিয়নের মদিন উল্যাহ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক স্বপন শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। বিশেষ অতিথি ছিলেন শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাসেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম সায়েম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাশেম আহম্মেদ রূপম ও সদস্য সচিব রেজাউল করিম রিয়ান প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সারাদেশে সদস্য সংগ্রহ চলছে। আগামি সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে লক্ষ্যে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap