রবিবার, ৪ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

লক্ষ্মীপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : চাকরি জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সভাপতি রতন চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক এবিএম সামছুদ্দোহা সৌরভ, রায়পুর উপজেলা সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, রামগঞ্জ উপজেলা সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সমন্বয়কারী শরীফ হোসাইন সুমন, ফারক হোসেন, হেলথ প্রোভাইডার ফারুক হোসেন, কাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন, কমলনগর উপজেলা সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক কামরুল হাসান, রামগতি উপজেলা সভাপতি মো. ইলিয়াস ও সাধারণ সম্পাদক তারেক মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, ছয় বছর ধরে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। তাই হেলথ প্রোভাইডারদের চাকরি জাতীয়করণ করতে হবে। এছাড়া সকল ইনক্রিমেন্টসহ অন্যান্য সুযোগ সুবিধার দাবি জানান বক্তারা।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap