নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ফয়েজুল আজিম শিশির নামে এক সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আটিয়াতলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
ফয়েজুল আজিম লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার মৃত একেএম সামসুদ্দিন আহম্মেদের ছেলে। তিনি দৈনিক করতোয়া পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
চিকিৎসাধিন সাংবাদিক ফয়েজুল আজিম শিশির ও পরিবারের লোকজন জানান, আত্মীয়ের বাড়ি থেকে রাতে বাড়ি ফেরার পথে উপজেলার আটিয়াতলি এলাকায় মুখে কাপড় মোড়ানো সংঘবদ্ধ কয়েকজন তার ওপর হামলা করে। এসময় তাকে টেনে হেচড়ে পাশ্ববর্তি একটি পরিত্যক্ত ইট ভাটাই নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে হামলাকারীরা। এসময় সাথে থাকা একটি মোবাইল, দেড় হাজার টাকা, পরিচয়পত্র ও ক্যামেরা নিয়ে যায় তারা।
এদিকে হামলার ঘটনায় লক্ষ্মীপুরের কর্মরত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় লক্ষ্মীপুর জেলাধীন সাংবাদিকদের সকল সংগঠন প্রতিবাদ জানিয়েছেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরে সাংবাদিক শিশিরের ওপর হামলা
