রবিবার, ৪ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবদেক : লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম বেল্লাল হোসেন (৪৩)। তিনি সদর উপজেলার ভবনীগঞ্জ চরভুতা গ্রামের মৃত পাঁচু মাঝির ছেলে। তিনি পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ মে ওই ইউনিয়নের চরভূতা গ্রামের ওই শিশু কন্যাকে বেল্লাল জোরপূর্বক ধর্ষণ করে। এসময় বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখানো হয়। পরে বিষয়টি জানতে পেরে শিশুটির মা বাদী হয়ে একই বছরের ৬ জুন বেল্লালকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ তদন্ত শেষে ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন আদালতে দাখিল করেন। আদালত শুনানী শেষে অভিযুক্ত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা অর্থদ-াদেশ দেন। লক্ষ্মীপুর আদালতের সরকারি কৌঁশুলী (পিপি) জসিম উদ্দিন বলেন,এ রায়ে আমরা সন্তুষ্ট। এর ফলে বাদী ন্যায় বিচার পেয়েছে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap