রবিবার, ৪ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে রেললাইন ও নৌ-বন্দর বাস্তবায়নে কাজ চলছে : এমপি নোমান

লক্ষ্মীপুরে রেললাইন ও নৌ-বন্দর বাস্তবায়নে কাজ চলছে : এমপি নোমান

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশের) এমপি, জাতীয় পার্টির জেলা সভাপতি মো. নোমান বলেছেন ‘জাতীয় পার্টি দেশ এবং মানুষের কল্যাণের কথা বলে। দেশের উন্নয়ন চায়; লক্ষ্যে পৌঁছতে কাজ করে। স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ্মীপুর রেললাইন স্থাপনের জন্য সংসদে একাধিকবার বিষয়টি উপস্থাপন করেছি। লক্ষ্মীপুর থেকে ঢাকায় নৌ যোগাযোগের ব্যবস্থা করতে নৌ-পরিবহণ মন্ত্রীর সাথে কথা হয়েছে। রেললাইন স্থাপন ও নৌ রুট চালু করা গেলে লক্ষ্মীপুরের সাথে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে। প্রধানমন্ত্রী নৌ বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরিকল্পিতভাবে রেললাইন স্থাপন ও নৌ বন্দর বাস্তবায়নে কাছ চলছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় এমপি নোমান লক্ষ্মীপুরের সমস্যা-সম্ভাবনা ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক কমিটির সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম সহিদ, দৈনিক লক্ষ্মীপুর কন্ঠের সম্পাদক রফিকুল ইসলাম, উপকূল প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম, দৈনিক মানব কল্যাণের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন জবু, কালের প্রবাহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মাকসুদুল হক, সবুজ জমিনের সম্পাদক ও প্রকাশক আফজল হোসেন সবুজ প্রমুখ।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap