নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মুজাহিদুল ইসলাম সুমনের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদউপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) রাতে কোন প্রকার ছবি না তুলে নিজ এলাকার অসহায় মানুষগুলো ঘরে ঘরে খাদ্যসামগ্রীগুলো পৌঁছে দেয়। এসময় যুবলীগ নেতার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
সুমন লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও পেশায় ব্যবসায়ী।
জানা গেছে, যুবলীগ নেতা সুমন করোনাকালীন কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষগুলো সাময়িক সংকট দূর করতে রাতের আঁধারে ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। করোনার শুরু থেকেই তার এ মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। অনেকের ফোন পেয়ে তাৎক্ষণিক সাধ্যমতো সহযোগীতা পৌঁছে দিয়েছেন তিনি।
এ ব্যাপারে যুবলীগ নেতা মুজাহিদুল ইসলাম সুমন বলেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষগুলো খুব অসহায়। নিজের সাধ্যমতো তাদের সহযোগীতা করার চেষ্টা করেছি। সবার সাথে ঈদের খুশি ভাগ করে নিতেই শুভেচ্ছা জানিয়ে শতাধিক পরিবারকে উপহার পাঠিয়েছি।