নিজস্ব প্রতিবেদক :
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে জেলা যুবদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়।
মিছিলটি উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী কিরণ, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহীম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভুলু ও জেলা যুবদলের সদস্য শামছুল আহসান মামুন প্রমুখ।
প্রসঙ্গত, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় হরতাল-অবরোধের সময় আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা মেরে ৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার ৫ নং অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নব বেগম এ পরোয়ানা জারি করেন।
লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ
