মঙ্গলবার, ৬ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সম্মেলন

লক্ষ্মীপুরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের (বাকাশিবোটেপ) লক্ষ্মীপুর জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্যামলী আইডিয়াল মেডিকেল টেকনোলজির হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি নুর হোসেন বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. জাকির হোসাইন। এরআগে সম্মেলনের উদ্বোধন করেন শ্যামলী আইডিয়াল মেডিকেল ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবুল হোসেন খাঁন। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইমান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক বেলাল হোসেন কাজল ও আইডিয়েল ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যক্ষ মমিন উল্যা। বাকাশিবোটেপ’র জেলা সাধারণ সম্পাদক মামুন হোসাইনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুকেন নাহা, সিহাব উদ্দিন শুভন, আলমগীর কবির রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম শাহ্ ও জাহাঙ্গীর আলম রানা প্রমুখ। এসময় জেলার প্রায় শতাধিক টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন।  
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap