শনিবার, ১ এপ্রিল ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক : ‘ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের (২য় পর্যায়) উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সদর হাসপাতাল প্রাঙ্গনে স্বাস্থ্য বিভাগের আয়োজনে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন, সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. শঙ্কর কুমার বসাক, ডা. ইসমাইল হোসেন, মেডিকেল অফিসার আরিফুল ইসলাম। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় ২ লাখ ৮৩ হাজার ৮ শত ৯৪ জন শিশুকে এ টিকা খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩০,৩৭০ জন ১২-৫৯ বয়সী ২,৫৩,৫২৪ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৫৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১৫৩৪ টি কেন্দ্রে ৪৫৯৫ কর্মীর মাধ্যমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসময় ২৭২ জন স্বাস্থ্য সহকারী, ৩৮৮১ জন স্বেচ্ছাসেবক ও ১৮৯ জন সুপারভাইজার মাঠে থাকবে। ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২-৫৯ বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap