মঙ্গলবার, ৬ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে বিনামূল্যে হাজারো রোগীর চিকিৎসা

লক্ষ্মীপুরে বিনামূল্যে হাজারো রোগীর চিকিৎসা

লক্ষ্মীপুর : মহান বিজয়ের মাস উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামে প্রায় এক হাজার রোগীককে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) দিন ব্যাপি যৌথভাবে এ আয়োজন করে লায়ন্সক্লাব ও আনোয়ারা-মনছুর ফাউন্ডেশন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন সভাপতি অধ্যাপক এ এফ শামছুদ্দিন আহমদ, এ বি মহি উদ্দিন আহমদ, ডা. এ কে শফিক উদ্দিন আহমদ, অনুষ্ঠান সমন্বয়কারী এ এফ হামিদ উদ্দিন আহমদ, এ কে মনির উদ্দিন আহমদ, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এ এফ জসীম উদ্দিন আহমদ, প্রফেসর ডা. মফিজ উল্লাহ, ডা.সাঈদ হাসান শাহরিয়ার, ডা. নাজমুস সাকিব অভি প্রমুখ। স্বাস্থ্য সেবা শিবিরে ঢাকার আগারগাঁও লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকসহ ফাউন্ডেশনের নিজস্ব চিকিৎসকরা রোগী দেখেন। পরে চোখে লেন্স সংযোজন (অপারেশন) জন্য প্রাথমিকভাবে শতাধিকরোগীকে বাছাই করা হয়। প্রত্যেক রোগীর হাসপাতালে চিকিৎসা ব্যায় ও থাকা খাওয়া ফ্রি বলে জানা যায়। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার ফাউন্ডেশনে বিনামুল্যে রোগী দেখেন শিশু রোগ অভিজ্ঞ ডা. শফিক উদ্দিন।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap