লক্ষ্মীপুর : বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের (বিএমজেটিএ) লক্ষ্মীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার যাদৈয়া ইসলামীয়া ফাযিল মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
যাদৈয়া মাদ্রাসার প্রভাষক শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএমজেটিএ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- বিএমজেটিএ’র চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
বক্তব্য রাখেন মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা সহকারী শিক্ষক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, শায়েস্তানগর মিশন দাখিল মাদ্রাসা শিক্ষক শাহাদাত হোসাইন শিমুল, রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আবদুর রব, শিক্ষক কামাল হোসেন ভূঁইয়া, জাকির হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল হক মনি।
সম্মেলনে মোহাম্মদ আলীকে সভাপতি, মো. ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক ও মো. ওয়াজি উল্যাহ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।