মঙ্গলবার, ৬ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন রামগতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব, সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, বাংঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন হাওলাদর, বিএনপি কর্মী রুবেল হোসেন, কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরউদ্দিন, রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী নাজমুল ইসলামসহ বিএনপি-যুবদল ও জামায়াতের ১১ নেতাকর্মী। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন ও জামায়াত নেতা ফারুক হোসাইন নুরনবী আটকের বিষয়টি নিশ্চিত করেন। অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা জানান, নাশকতার আশংকায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap