নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী ২১ শে বইমেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে কালেক্টরেট প্রাঙ্গনে জেলা প্রশাসন এ বইমেলার আয়োজন করে।
এতে লক্ষ্মীপুর শিশু একাডেমী, ইসলামী ফাউন্ডেশন, আশ্ররাফিয়া ও ছাত্রবন্ধু লাইব্রেরীসহ ১৬টি স্টল বসে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন।
বক্তারা বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলা ভাষা। যার জন্য রক্ত দিতে হয়েছে। আজ বিশ্বের ১৯৩ টি দেশে এই দিবস পালিত হচ্ছে।
পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
লক্ষ্মীপুরে বই মেলা
