শনিবার, ১ এপ্রিল ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে পিকআপভ্যানসহ আট ডাকাত গ্রেফতার

লক্ষ্মীপুরে পিকআপভ্যানসহ আট ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপভ্যানসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় শাবল, চুরি ও লোহার কাটারসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন মো. সুমন, রুবেল হোসেন, আনোয়ার হোসেন প্রকাশ মাসুম, মো. রিপন, মো. সায়েদ, মো. মোস্তফা প্রকাশ রিপন, শাওন চৌধুরী হৃদয় ও মো. সবুজ। তাদের বাড়ি নোয়াখালীর বিভিন্ন উপজেলায়। পুলিশ জানায়, ঘটনার সময় উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামে একদল যুবকডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ওই এলাকায় ডাকাতদের ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপভ্যান থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে ৮ সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের ব্যবহৃত পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে শাবল, চুরি ও লোহার কাটারসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্য। তাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap