শনিবার, ১ এপ্রিল ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে দুই মাদক ব্যবসায়ীর দেড় বছরের কারাদন্ড

লক্ষ্মীপুরে দুই মাদক ব্যবসায়ীর দেড় বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে মাদক-দ্রব্যসহ আটক দুই ব্যবসায়ীর দেড় বছর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত এ দন্ড দেন। এরআগে ভোরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তারা ওই নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে নিয়ে সদর উপজেলার টুমচর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। প্রশাসন সূত্র জানায়, অভিযানে আটক সদর উপজেলার টুমচর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন স্বপনের ছয় মাস ও একই গ্রামের মফিজ উল্যার ছেলে ইকবাল হোসেন রাজুর এক বছরের কারাদন্ড দেওয়া হয়। তাদের কাছে ১০ পিস ইয়াবা ও কিছু গাঁজা পাওয়া যায়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নজীব আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এরমধ্যে দুইজনকে ভ্রাম্যামান আদালত কারাদন্ড দিয়েছে। দুই কেজি গাঁজাসহ আটক অপর মাদক ব্যবসায়ী কামাল হোসেন ওরফে ল্যাংড়া কামালের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap