নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এক রোগীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। তিনি শনাক্ত হওয়ার পর হাসপাতালের দ্বিতীয় তলা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে ওই রোগীর সংস্পর্শে আসা তিন চিকিৎসক, নার্স ও স্টাফসহ ২০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্বিতীয় তলায় থাকা এক রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ওই ফ্লোরকে পূর্ণাঙ্গভাবে জীবাণুমুক্ত করে খোলা হবে। প্রসঙ্গত, লক্ষ্মীপুর জেলার রামগতি কমলনগর রামগঞ্জ ও সদর উজেলায় মোট ২৬ জনের করোনা ভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
লক্ষ্মীপুরে তিন চিকিৎসকসহ ২০জন হোম কোয়ারেন্টিনে
