নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর : নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ এমন স্লোগানে লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নয়ন জ্যোতি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ফয়েজ আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
