নিজস্ব প্রতিবেদক
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত লক্ষ্মীপুর শিশু একাডেমীর উদ্যোগে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় দু’শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জব্বার বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ‘ক’ বিভাগ ১ম থেকে ৪র্থ শ্রেণি, ‘খ’ বিভাগ ৫ম থেকে ৭ম শ্রেণি ও ‘গ’ বিভাগ ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। রচনা প্রতিযোগীতার বিষয় ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। এতে ‘ক’ বিভাগ ১ম থেকে ৪র্থ শ্রেণি ও খ বিভাগ ৫ম থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিজয়ীদের শনিবার (১৬ ডিসেম্বর) আদর্শ সামাদ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান তিনি।
লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা
