নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ওছমান গণি ও ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় হলরুমে এ আয়োজন করা হয়।
বিদায়ী শিক্ষক মাওলানা ওছমান গণি বিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে ইসলাম ধর্ম শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবদুল গফুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর আদালতের পিপি জসিম উদ্দিন।
ক্রীড়া শিক্ষক আবুল খায়েরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মুরাদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য মিজানুর রহমান রুবেল, সদস্য আনোয়ার হোসেন, মৃত্যুঞ্জয় মজুমদার, সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, দেলোয়ার হোসেন, নিমাই চন্দ্র নাথ ও কুলসুম আক্তার প্রমুখ।
এক শিক্ষক-শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
