মঙ্গলবার, ৬ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে উদ্ধার অজ্ঞাত মরদেহটি কুমিল্লার মোস্তফার

লক্ষ্মীপুরে উদ্ধার অজ্ঞাত মরদেহটি কুমিল্লার মোস্তফার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহটির পরিচয় মিলেছে। নিহতের নাম  মোস্তফা কামাল (৩২)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার আলী আজমের ছেলে। মরদেহের পরিচয় সনাক্তের পর মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ পরিবারের সদস্যদের কাছে তা হস্তান্তর করেন। থানা পুলিশ জানায়, লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালের উত্তর পাশের ডোবায় সোমবার (২৯ জানুয়ারি) মাছ ধরতে নামেন জেলেরা। এসময় জালে মরদেহটির সঙ্গে আটকে যায়। ভারি বস্তু মনে করে টান দিলে তা ভেসে উঠে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, মোস্তফা কামাল ঢাকার ইসলামপুরের শুকরিয়া বস্ত্র বিতানে চাকরি করতেন। বৃহষ্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ঢাকা থেকে কুমিল্লার বাড়ির উদ্দেশ্য বের হয়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার (২৬ জানুয়ারি) দোকানের মালিক জালাল আহম্মেদ মোস্তফা বাড়িতে যাওয়ার বিষয়টি স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে মোবাইল ফোনে জানায়। তিনি (মোস্তফা) বাড়িতে যাননি জানতে পেরে সম্ভাব্যস্থানে খোঁজ নেন দোকান মালিক। পরে শনিবার (২৭জানুয়ারি) তিনি ঢাকার সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-১১৪৬) করেন। নিহতের স্ত্রী নাঙ্গলকোট ব্র্যাক পুষ্টি প্রকল্পের স্বাস্থ্যকর্মী জান্নাতুল ফেরদৌস জানান, বিভিন্ন গণমাধ্যমে খবর জানতে পেরে মরদেহটি সনাক্ত করা হয়। পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের  গ্রেফতার ও বিচার দাবি করছি। অবুঝ দুই সন্তানকে নিয়ে এখন আমি কার কাছে যাবো ? লক্ষ্মীপুর মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, নিহতের স্বজনরা মরদেহের পরিচয় সনাক্ত করেছেন। পরে তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। কি কারনে, কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে-তা উদঘাটনের চেষ্টা চলছে।  
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap