মঙ্গলবার, ৬ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরের ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে ১জন গুলিবিদ্ধ, অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরের ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে ১জন গুলিবিদ্ধ, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ডাকাতের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে সুমন (বেলজিয়াম সুমন) নামের ১জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামরুল ও কনস্টেবল মোক্তার। গুলিবিদ্ধ সুমন কংশনারায়নপুর গ্রামের চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার ছেলে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই পুলিশ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আটকরা হলেন গুলিবিদ্ধ সুমন, সহযোগী কামরুল হাসান রুবেল ও সিএনজি চালিত অটোরিকশা চালক সেলিম। পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামরুল জানায়, গভীর রাতে বিনোদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছিলো। এসময় দত্তপাড়া ফাঁড়ির টইল পুলিশ ওই এলাকায় যাওয়া মাত্রই ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই বেলজিমায় সুমন গুলিবিদ্ধ হয়। এসময় তারা দুই পুলিশ আহত হন বলে জানান। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থা সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তখন আটক করা হয় তার আরও দুই সহযোগীকে। এসময় ১টি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে একটি সিএনজি চালিত অটোরিকশা। গুলিবৃদ্ধ সুমন শীর্ষ সন্ত্রাসী নিহত জসিম ও লাদেন মাসুম বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও সুমন পুলিশের হাতে অস্ত্রসহ আটকের পর গোলাগুলিতে বাম পা হারিয়েছে বলে জানায় পুলিশ কর্মকর্তা।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap