মঙ্গলবার, ৬ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

রায়পুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

রায়পুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

রায়পুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে চরআবাবিল রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকালে বিদ্যালয় হলরুমে এ আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল বাছেত হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী রায়, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ বিএসসি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার, পৌর জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ কবির ও জাতীয় পার্টির নেতা মো. মুরাদ। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ওসমান গনির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য মুস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলাম, দাতা সদস্য গোলাম মা’বুদ হাওলাদার, অভিবাবক সদস্য মুসলিম চৌধুরী, মিজানুর রহমান, মোহাম্মদ আলী ও শিক্ষক প্রতিনিধি বাবু পবন চন্দ্র অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিদায়ী পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। শেষে ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap