নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় করোনার প্রভাবে বেকার হয়ে পড়া কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। দুই উপজেলার ১২শ’ পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে কমলনগর উপজেলার ইসলামগঞ্জ বাজার থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়। শফিউল বারী বাবু বলেন, যতদিন পর্যন্ত এ অবস্থা চলে ততদিন পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখব। যে কোনো দুর্যোগে স্বেচ্ছাসেবক দল তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনগণের পাশে থাকবে সহায়তা নিয়ে।তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পর্যবেক্ষণে ৬৪ জেলার প্রায় সবগুলো উপজেলায় ত্রাণ কার্যক্রম চলছে।সব বিত্তবানদের এই শ্রমহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। এসময় তিনি আজীবন জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
রামগতি ও কমলনগরের ১২শ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন শফিউল বারী বাবু
