নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে আলেয়া বেগম (২০) নামে এক তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার চর আলগী ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডের উত্তর চর সেকান্তর এলাকার একটি গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। আলেয়া বেগম ওই এলাকার আলী আহম্মদের মেয়ে। ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় ফোন করে জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রামগতিতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
