নিজস্ব প্রতিবদেক : লক্ষ্মীপুরে নতুন করে আরও একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪জনে। নতুন রোগী রামগতির বাসিন্দা। শনিবার (২ মে) রাত পৌনে ১১টার দিকে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিআইটিআইডি’তে লক্ষ্মীপুরের ১৮জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের সবগুলো নেগেটিভ আসে। তবে সিভিএএসইউ’তে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এদের একজন রামগতির অপর দুইজন রামগঞ্জের আগের রোগী; তাদের দ্বিতীয়বার করোনা পজেটিভ আসে । জেলায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে রামগঞ্জে ১৬ জন, সদরে ১৭ জন, কমলনগরে পাঁচজন ও রামগতিতে ছয়জন।
রামগতিতে আরও একজন করোনা আক্রান্ত, রামগঞ্জের দু’জন ফের পজেটিভ
