রবিবার, ৪ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

রামগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রামগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার মাঝিরগাঁও সড়কের প্রভিটা পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবদুর রহিম। তিনি দাসপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানায়, রহিম মোটরসাইকেল যোগে রামগঞ্জ থেকে বেড়ি বাজারে যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছলে দ্রুতগামী একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, নিহতর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলিসহ চালক পালিয়ে যাওয়ার আটক করা সম্ভব হয়নি।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap