লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে রাস্তার পাশে অসুস্থ হয়ে মৃত্যু হওয়া পথচারী যুবকের পরিচয় মিলছে না। স্বজনদের কাছে তার মৃতদেহ পৌঁছাতে পুলিশ সবার সহযোগীতা চেয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামে রাস্তা পাশে তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নিহত ব্যক্তি পথচারি ছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে রাস্তার পাশেই তার মৃত্যু হয়। তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি। মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশ সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত যুবকের ছবি পোস্ট করে পরিচয় নিশ্চিত করতে সবার সহযোগীতা চেয়েছেন বলেও জানান এসআই।
