যে কোন তথ্যের জন্যই আমরা গুগলের দ্বারস্থ হই। তথ্য-প্রযুক্তি সার্চ জায়ান্ট মার্কিন এই প্রতিষ্ঠানের তথ্য অনুসারে বাংলাদেশ থেকে গুগল সার্চে এবছর ক্রীড়ামোদীরা মাশরাফির চেয়ে তাসকিনকে বেশি খুঁজেছেন। এক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজাকে ছাপিয়ে গেলেন তাসকিন আহমেদ। জাতীয় দলের সুদর্শন গতিরময় বোলার যেখানে তিনে, সেখানে মাশরাফি রয়েছেন সাতে।
এতে শীর্ষে রয়েছেন মডেল অভিনেত্রী সাবিলা নূর। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন আমেরিকার লেবানিজ পর্নস্টার মিয়া খলিফা।
গুগল সার্চের বাংলাদেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন কিং খান খ্যাত নায়ক শাকিব খান, পঞ্চম স্থানে অভিনেতা মোশাররফ করিম, ৬ষ্ঠ মডেল জান্নাতুল নাঈম, ৭ম জাতীয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, ৮ম বাংলাদেশি ইউটিউবার তাওহীদ আফ্রিদি, নবম অভিনেত্রী শবনম বুবলি ও দশম কণ্ঠশিল্পী আতিফ আসলাম।