নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর থমথমে অবস্থা বিরাজ করছে। রয়েছে সর্বত্র চাপা আতঙ্ক।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি। লক্ষ্মীপুর শহরে পুলিশ ও বিজিবি টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
দুপুর শহর ঘুরে দেখা গেছে, লক্ষ্মীপুর উত্তর তেমুহনি উপকূল বাসস্ট্যান্ডে এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছেন। ঝুমুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল নেতাকর্মীর নিয়ে অবস্থান করতে দেখা যায়। এছাড়া লক্ষ্মীপুর পৌরসভার সামনে যুবলীগ অবস্থান নেয়। এছাড়াও রামগতি বাসস্ট্যান্ড এলাকা আওয়ামী লীগ নেতারা চেয়ার পেতে বসে থাকতে দেখা গেছে। এদিকে ছাত্রলীগ নেতাকর্মীরা একাধিকবার শহরে মোটরসাইকেল মহড়া দিতে দেখা যায়।
শহরের দোকানপাট খোলা থাকলেও লোকজনের উপস্থিতি কম। রাস্তায় যানবাহনের সখ্যাও কম।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাস্তা দেখা যায়নি। তবে রায়ের পরে দলের নেতাকর্মীরা মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।
খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লক্ষ্মীপুরে বিজিবি মোতায়েন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্ব-স্ব এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) পাশাপাশি জেলা সদরে দুইজন এবং প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছে।
