নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লরেঞ্চ ফরাশগঞ্জ ফয়েজআম আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলাানা শিহাব উদ্দিন আর নেই (ইন্নালি….রাজেউন)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে তিনি নোয়াখালীর একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।
হাজিরহাট ফাজেল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলাানা শিহাব উদ্দিন দীর্ঘদিন তিনি কিডনী জনিত রোগে ভুগছিলেন।
মাওলানা শিহাব উদ্দিন আর নেই
