রবিবার, ৪ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

মন্ত্রীর সংবর্ধনা সফল করতে শ্রমীক লীগের প্রচারণা

মন্ত্রীর সংবর্ধনা সফল করতে শ্রমীক লীগের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের সংবর্ধনা অনুষ্ঠানে জনগণকে উৎসাহী করতে লক্ষ্মীপুরে প্রচারণা চালাচ্ছে জেলা শ্রমিক লীগ। এছাড়া জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের উদ্যোগে শহরের প্রধান সড়কে একাধিক তোরণ ও পেস্টুন দিয়ে স্বাগত মন্ত্রীকে জানানো হয়েছে। মন্ত্রীর সংবর্ধনায় জনগণকে আসার জন্য আমন্ত্রণ বার্তা পৌঁছাতে ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে জেলা শহরসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ প্রচারণা চালাচ্ছে। বুধবার (২৪ জানুয়ারি) চার দিনের সরকারি সফরে লক্ষ্মীপুরে আসছেন একেএম শাহজাহান কামাল এমপি। প্রবীণ এ রাজনীতিবীদ লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। দলীয় সূত্র জানায়, বুধবার বিকেলে শহরের সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে মন্ত্রীর গণ সংবর্ধনা সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পুর্ন হয়েছে। গত এক সপ্তাহ ধরে দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদেও সঙ্গে দফায়-দফায় প্রস্তুতি বৈঠক করা হয়। বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ মামুন বলেন, মন্ত্রী পেয়ে আমরা গর্বিত। গত বছরের ১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে এসে গুরুত্বপূর্ণ ২৭ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন। আমরা নতুন মন্ত্রীর মাধ্যমে এসব প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবি করছি।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap