মঙ্গলবার, ৬ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...
মনের ভাবনা লিখে পাঠান, প্রকাশ করবে মেঘনারপাড়
by meghnarpar
আপনি রাজনীতি করেন ? রাজনীতি নিয়ে আপনার স্বপ্ন কি, কেমন রাজনীতি আশা করেন। আপনি ছাত্র কিংবা বেকার যাই হোন- কেমন আগামী প্রত্যাশা করছেন। জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবী, যেই পেশাতেই থাকুন নিজ-নিজ অবস্থান থেকে আপনার মনের ভাবনা প্রকাশ করুন; প্রত্যাশার কথা জানান। আমরা আপনার মনের ভাবনা ছবিসহ প্রকাশ করবো দৈনিক মেঘনারপাড় পত্রিকা ও অনলাইনে।
১০০থেকে১৫০ শব্দের মধ্যে লিখে পাঠান meghnarpar@yahoo.com অথবা ফেসবুক মেসেঞ্জার/ইনবক্সে। সহযোগীতার জন্য ফোন করুন- ০১৭১৬ ৫৪৫৯৫৯