মঙ্গলবার, ৬ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

ভবানীগঞ্জে বিদ্যালয়ের মালামাল সভাপতির বাড়িতে

ভবানীগঞ্জে বিদ্যালয়ের মালামাল সভাপতির বাড়িতে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে সদর উপজেলার দক্ষিণ পূর্ব ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। কিন্তু পুরাতন ভবন থেকে পাওয়া পরিত্যক্ত ইট-রডসহ বিভিন্ন মালামাল দরপত্র আহবান করে বিক্রি করার কথা থাকলেও তা করা হয়নি। পরিত্যক্ত সেসব মালামাল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হালিম মাস্টার তার বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তিনি মালামালগুলো নিজ বাড়ির কাজে ব্যবহার করছেন বলেও অভিযোগ রয়েছে। এনিয়ে এলাকায় জনগণের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। কিন্তু হালিম মাস্টার ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলছেন না। সরকারি বিধি অনুযায়ী পুরাতন মালামাল দরপত্র বিজ্ঞপ্তি আহবানের মাধ্যমে বিক্রি করে ওই টাকা বিদ্যালয়ের কাজে ব্যবহার করবে। কিন্তু পরিচালনা কমিটির সভাপতি তা না করে মালামালগুলো বাড়িতে নিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রতিষ্ঠানের জমির ওপর সাইক্লোন সেন্টার ও বিদ্যালয় নির্মাণ কাজ শুরু হয়েছে। কিন্তু এই নতুন ভবন নির্মাণ করার জন্য আনা বালু ও কণা হালিম মাস্টার নিজ কাজে ব্যবহার করছেন। তিনি পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পর থেকে কৌশলে বিদ্যালয় সংস্কারের বিভিন্ন নির্মাণ সামগ্রী আত্মসাত করে আসছেন বলেও অভিযোগ স্থানীয়দের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন সাংবাদিকদের বলেন, পুরাতন ভবনের পরিত্যক্ত মালামালের দরপত্র আহবান করা হয়েছে কিনা তা আমি জানি না। তবে ওইসব মালামাল হালিম মাস্টারের বাড়িতে রয়েছে। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম মাস্টার সাংবাদিকদের জানান, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ চলছে। তাই পুরাতন ইট ও পরিত্যক্ত রড আমার বাড়িতে রেখিছি। সেগুলো আমি কোন কাজে ব্যবহার করেনি।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap