নিজস্ব প্রতিবেদক
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মাহবুবুল আলম প্রমুখ।
আলোচনা শুরুর পূর্বে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের ভিডিও ডকুমেন্ট প্রর্দশন করা হয়।
এছাড়া লক্ষ্মীপুর শিশু একাডেমীর আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
