রবিবার, ৪ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বিএনপি

বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বিএনপি

জাতীয়তাবাদী মতাদর্শের বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির সিনিয়র নেতারা। শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হয়। ধারণা করা হচ্ছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড এবং পরবর্তী করণীয় নিয়ে বুদ্ধিজীবীদের পরামর্শ জানতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। বৈঠকে বিএনপির পক্ষে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু ও নিতাই রায় চৌধুরী। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap