নিজস্ব প্রতিবেদক :
‘ইশারা ভাষা উন্নয়নে এগিয়ে যাব প্রতিজনে’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সুলতান আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও বাক প্রতিবন্ধী আবদুর রব প্রমুখ।
বাংলা ইশারা ভাষা দিবসে লক্ষ্মীপুরে র্যালি
